ভারত-চিন সীমান্তে উত্তেজনার জেরে পুরোদস্তুর প্রস্তুত থাকছে সেনাবাহিনী। কোনও রকমের আপৎকালীন পরিস্থিতিতে যাতে দ্রুত যুদ্ধবিমান পৌঁছে যায়, সেই জন্য সচেষ্ট তারা। ভারত-চিন সীমান্ত সংলগ্ন এলাকায় রাতে চক্কর দিচ্ছে চিনুক, অ্যাপাচে ও মিগ-২৯ কপ্টার। কোয়ারেন্টাইন নীতি শিথিল করে আমেরিকা থেকে জরুরি ভিত্তিতে অ্যাপাচে কপ্টার নিয়ে এসেছে ভারত।
বায়ুসেনা বলেছে যে কোনও পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। তবে গতকাল থেকে ধীরে ধীরে লাদাখে গালওয়ান উপত্যকা থেকে সেনা সরাতে শুরু করেছে ভারত ও চিন। ফলে উত্তেজনা প্রশমিত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।