ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হিসাবে সবাই চেনেন কিরণ বেদীকে।বর্তমানে পুদুচ্চেরির এলজি তিনি। কিন্তু জানেন কী, এক সময় টেনিস খেলোয়াড় হিসাবে রীতিমত নাম কামিয়েছিলেন কিরণ বেদি। এশিয়ান লেভেলে খেলেছেন তিনি।
100 Hours 100 Stars অনুষ্ঠানে এসে এই কথা জানান কিরণ বেদী। একই সঙ্গে প্রিয় খাদ্য থেকে ঘুরতে যাওয়ার প্রিয় জায়গা, সবই শেয়ার করলেন তিনি। দেখুন সাক্ষাত্কারের অংশ বিশেষ।