জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে সারা দেশের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, করোনার সবচেয়ে বড় শিক্ষা হল দেশকে স্বনির্ভর হতে হবে। শুধু দেশই নয়, প্রতিটি রাজ্য, শহর ও জেলাকেও স্বাবলম্বী হতে বলে জানান নরেন্দ্র মোদী।
একই সঙ্গে এদিন 'দুই গজ দূর', এই মন্ত্রের মাধ্যমে তৃণমূল স্তরে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেন মোদী। মানুষের মধ্যে সঠিক তথ্য যাতে পৌঁছে যায়, তার ওপরেও জোর দেন প্রধানমন্ত্রী।
মোদী সবাইকে আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করতে বলেন করোনা রোধের জন্য। গ্রাম পঞ্চয়েতের কাজ এবার থেকে অনলাইন যাতে করা যায় তার জন্য ই-গ্রাম স্বরাজ পোর্টাল ও মোবাইল অ্যাপের উদ্বোধন করেন তিনি। গ্রামাঞ্চলে জমি-বাড়ি বিবাদ মেটানোর জন্য স্বামীত্ব পরিকল্পনাও এদিন চালু করেন তিনি।