প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন প্রায় ৯০ হাজার জন। মারা যাচ্ছেন হাজারের ওপর। কিন্তু তারমধ্যেই সোশ্যাল ডিস্টেন্সিংকে শিকেয় তুলে রাজনৈতক কর্মসূচি নিচ্ছে বিজেপি। ইন্দোরে বিজেপির উদ্যোগে হল কলশ যাত্রা আসন্ন উপনির্বাচনে প্রার্থী তুলসী সিলাওয়াতের সমর্থনে। সানওয়ের বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি। কিছুদিনের মধ্যে ২৭টি আসনে উপনির্বাচন। এই ফলাফলের ওপর নির্ভর করছে শিবরাজ সরকারের অস্তিত্ব। ফলে স্বাভাবিকভাবেই জনসমর্থন জোগাড় করতে মরিয়া বিজেপি। কিন্তু প্রধানমন্ত্রী যখন নিজে বারবার দুই গজের দূরত্ব বজায় রাখতে বলছেন, তখন তাঁর কথাকে উপেক্ষা করে এমন রাজনৈতিক অনুষ্ঠান করা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন থেকেই যায়।