বাজেয়াপ্ত করা মার্কিন সামরিক যান ও রাশিয়ায় তৈরি হে... more
বাজেয়াপ্ত করা মার্কিন সামরিক যান ও রাশিয়ায় তৈরি হেলিকপ্টরে করে কুচকাওয়াজ তালিবানি জওয়ানদের। ২৫০ জন নতুন প্রশিক্ষণপ্রাপ্ত তালিবানি সৈনিকের 'গ্র্যাজুয়েশন' উপলক্ষে এই কুচকাওয়াজ হয়। কুচকাওয়াজে আমেরিকার M117 যান ছাড়াও ছিল MT-17 হেলিকপ্টার। কুচকাওয়াজে অংশ নেওয়া তালিবদের হাতে মার্কিন মুলুকে তৈরি M-4 অ্যাসল্ট রাইফেলও দেখা যায়। দেখুন ভিডিয়ো -