বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > টাকার অভাবে যেতেই পারছিলেন না, শেষে এশিয়ান পাওয়ার লিফটিংয়ে ৪ সোনা জয় বালির মেয়ের

টাকার অভাবে যেতেই পারছিলেন না, শেষে এশিয়ান পাওয়ার লিফটিংয়ে ৪ সোনা জয় বালির মেয়ের

এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ৪ টি সোনা জিতল বালির মেয়ে স্নেহা ঘরামি। ব্যক্তিগত ইভেন্টে তিনটি সোনা জেতেন স্নেহা। একটি সোনা জেতেন দলগত বিভাগে। তবে চ্যাম্পিয়নশিপে স্নেহা যেতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।