বার্কের প্রাক্তন সিইও-র সঙ্গে অর্ণব গোস্বামীর ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে এবার মোদী সরকারকে তুলোধোনা করলেন রাহুল গান্ধী। এদিন সাংবাদিক সম্মেলন করেন রাহুল গান্ধী। সেখানে তিনি দাবি করেন অর্ণব আগে থেকেই বালাকোটে ভারতের অপারেশনের কথা জানত, এটা চ্যাট থেকে বোঝা যাচ্ছে। রাহুল বলেন যে এরকম জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য লিক করা অপরাধ। যারা এরকম কাজ করেছে ও যাদের তথ্য দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। রাহুল গান্ধী বলেন যে শুধু প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো লোকদের কাছে এমন তথ্য থাকে। তাহলে এই তথ্য কে অর্ণবকে কে জোগান দিল, সেই প্রশ্ন করেন তিনি। প্রসঙ্গত, চ্যাটে অর্ণব লিখেছিলেন যে কয়েকদিনের মধ্যেই বড় কিছু হতে পারে। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে পুলওয়ামা আক্রমণের পর ভারত পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদীদের আখড়া ধ্বংস করেছিল।