Video: রাতে চুপিচুপি বাইক থেকে পেট্রোল বের করে অগ্নিসংযোগ! মহিলার কীর্তি ঘিরে রহস্য, সিসিটিভ বন্দি হল দৃশ্য
Updated: 14 May 2023, 09:02 PM ISTএই দৃশ্য দিল্লির দক্ষিণ পূর্ব এলাকার। সেখানে জয়েতপুর পুলিশ স্টেশনে এমন কাণ্ড ঘটে গিয়েছে। এক সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে এক মহিলা শুনসান রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তায় দাঁড় করানো বাইক থেকে তিনি পেট্রোল বের করে নিচ্ছেন। আর তারপরই সেই বাইকে আগুন লাগিয়ে দিচ্ছেন। ঘটনায় মহিলাকে হাতেনাতে ধরেছেন এলাকাবাসীরা। এরপরই পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। যদিও কেন তিনি এমন করছেন তার রহস্য এখনও রয়েছে।