বাংলা নিউজ >
দেখতেই হবে >
Modi touches Constitution on forehead: সংবিধানকে মাথায় ঠেকিয়ে প্রণাম মোদীর! NDAর সংসদীয় দলের বৈঠকের টুকরো দৃশ্য
Updated: 07 Jun 2024, 01:18 PM IST
Sritama Mitra
লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর আজ দিল্লিতে এনডিএ জোটের মেগা বৈঠক। বিজেপি সহ শরিক, চন্দ্রবাবু নাইডুর টিডিপি, নীতীশ কুমারের জেডিইউ সহ একাধিক দল সেখানে উপস্থিত। সংসদের সেন্ট্রাল হল-এ এই বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। দেখা যায়, তিনি সেন্ট্রাল হল -এ প্রবেশের পরই মাথায় ঠেকিয়ে নেন দেশের সংবিধান। এরপর শুরু হয় হাইভোল্টেজ মেগা বৈঠক। এই বৈঠকে বিজেপির শরিকরা নিজেদের দাবি দাওয়া সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন।