Video:মোদীর কাছে কোন আর্জি নেপালের প্রধানমন্ত্রীর? 'সম্পর্ককে হিমালয়ের উচ্চতা' দেওয়ার বার্তা ভারতের PM-র
Updated: 01 Jun 2023, 08:44 PM IST৪ দিনের ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। বৃহস্পতিবার দাহাল ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়। হায়দরাবাদ হাউসে এই বৈঠকের পর দুই দেশের রাষ্ট্রনেতা মুখোমুখি হন মিডিয়ার। সেখানে নেপালের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটি বার্তা রাখেন। সীমান্ত ইস্যু সমাধানে তিনি আর্জি জানান। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী মোদীও নিজের বক্তব্য রাখেন। জানান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্ষেত্রে কী কী আলোচনা হয়েছে। মুখ খোলেন সীমান্ত ইস্যু সমাধান নিয়েও।