Updated: 06 Apr 2022, 10:10 PM IST
লেখক Sritama Mitra
তিন দিনের সফরে নেজারল্যান্ডসে রাষ্ট্রপতি রামনাথ কো... more
তিন দিনের সফরে নেজারল্যান্ডসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সঙ্গে রয়েছেন স্ত্রী সবিতা কোবিন্দ। এদিকে সস্ত্রীক ভারতীয় রাষ্ট্রপতির সম্মানে এক বিশেষ ভোজের আয়োজন করেন নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেকজান্ডার। সেই ভোজ সমারোহে নেদারল্যান্ডসের রাজার প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন রাষ্ট্রপতি কোবিন্দ। দুই দেশের সৌভ্রাতৃত্বের প্রসঙ্গও উঠে আসে রাষ্ট্রপতি কোবিন্দের বার্তায়।