বাংলা নিউজ >
দেখতেই হবে >
Amit Shah on Ambedkar Video: 'নতুন ফ্যাশন উঠেছে, আম্বেদকর..আম্বেদকর..,' শাহ-র মন্তব্যে তোলপাড় সংসদ
Updated: 18 Dec 2024, 04:13 PM IST
Laxmishree Banerjee
রাজ্যসভায়, দেশের সংবিধান নিয়ে আলোচনার সময় বিআর আম্বেদকরকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, 'নতুন ফ্যাশন উঠেছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম স্বর্গবাস করতে পারতেন।' বলা বাহুল্য, 'বাবাসাহেব‘কে নিয়ে ফ্যাশন’ শব্দটি ব্যবহার করে শাহ-র এই বিতর্কিত মন্তব্য তোলপাড় সৃষ্টি করেছে সংসদে। প্রতিবাদে বুধবার অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেসের সাংসদরা। প্রতিবাদের জেরে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করা হয় লোকসভা এবং রাজ্যসভা।