বাংলা নিউজ > দেখতেই হবে > পবিত্র তীর্থে আলোকের ঝর্ণাধারা, লেন্সবন্দি রাতের গঙ্গাসাগর

পবিত্র তীর্থে আলোকের ঝর্ণাধারা, লেন্সবন্দি রাতের গঙ্গাসাগর

প্রতিবারের মতো এবারেও সাড়ম্বরে পালিত হল মকর সংক্রান্তি। দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা গঙ্গা, বঙ্গোপসাগরের পূণ্য মিলনস্থলে এসে স্নান করলেন মকর সংক্রান্তি তিথিতে। এবার ভেঙে গেল অতীতের সব রেকর্ড। দেখুন কত মানুষের ভিড় হয়েছিল গঙ্গাসাগরে।