Updated: 15 Jan 2025, 05:28 PM IST
Laxmishree Banerjee
ভরদুপুরে দুঃস্বপ্নের দক্ষিণ কলকাতা। বাঘাযতীনে ভেঙে পড়ল আস্ত চারতলার ফ্ল্যাটবাড়ি। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বহুতলে থাকা সব বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ। ভেঙে পড়া বাড়িটির চাপে আরও দুইটি বাড়ি হেলে গিয়েছে বলে খবর। যার জেরে আটকে পড়েন প্রায় ১৫০ জন। ঘটনায় ২ - ৩ জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে বাড়িটি ধীরে ধীরে হেলেই পড়ছিল। এর পর বাড়িটিকে ফের সোজা করার চেষ্টা করতে গিয়েই ঘটেছে বিপর্যয়।