Updated: 04 Dec 2024, 02:56 PM IST
লেখক Abhijit Chowdhury
আজ সংসদে বক্তৃতা রাখার সময় হিন্দিতে ‘ভুল’ ছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। সঙ্গে সঙ্গে বিরোধী কোনও সাংসদ তাঁর ভুব শুধ দেন। এরপরই বিরোধী সাংসদদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন নির্মলা। এদিকে নির্মলার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি অশালীন ভাষারও প্রয়োগ করেন।