Updated: 14 Jun 2024, 08:48 PM IST
Sayani Rana
গত কয়েকদিন ধরে হওয়া একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সিকিমে কোনও বাঁধ না থাকায় বৃষ্টির জল সরাসরি তিস্তা হয়ে রাজ্য প্রবেশ করছে। যার জন্য অল্প বৃষ্টিতেই তিস্তার জল দ্রুত বেড়ে উঠছে। বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে, ফুঁসছে তিস্তাও। কোথাও জলের তোড়ে ভেসে গিয়েছে ঘর, বাড়ি, আবার কোথাও ধস নেমে তলিয়ে গিয়েছে গাড়ি। জলপাইগুড়ি হোক বা কালিম্পং কিংবা সিকিম সব জায়গাতেই ছবিটা একই। সড়ক পথ থেকে বসবাসের বাড়ি সবটাই তিস্তা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি এখন বেশ কিছু এলাকায় যানবাহন চলাচলে উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে কিছু যানবাহনকে ঘুর পথে লাভা, গরুবাথান হয়ে শিলিগুড়ি যাতায়াতের কথা বলা হয়েছে। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।