বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তর-পূর্বের বহু অংশ! পরিস্থিতি ভয়াবহ, বিপর্যস্ত জনজীবন
Updated: 28 May 2024, 03:38 PM IST
Sayani Rana
রেমালের তাণ্ডবে ভয়ঙ্কর অবস্থা উত্তর-পূর্ব ভারতে। আসামের হাফলং ও শিলচর সংযোগকারী রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ডিমাহাসা জেলায় ভারী বর্ষণে নদীর জল বৃদ্ধি পায়। তারপর সেই জল হাফলং-শিলচরের সংযোগকারী রাস্তাটির একটি বড় অংশ ভাসিয়ে নিয়ে যায়। জেলা প্রশাসন এই সড়কটি ১ জুন পর্যন্ত বন্ধ রেখেছে। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।