বাংলা নিউজ > দেখতেই হবে > Nusrat Jahan: মেটালেন সেলফির আবদার, শিশু কোলে লোকনাথ মন্দিরে নুসরত

Nusrat Jahan: মেটালেন সেলফির আবদার, শিশু কোলে লোকনাথ মন্দিরে নুসরত

কচুয়াধাম লোকনাথ মন্দিরে পৌঁছোন নুসরত। মন্দিরে বসে আরতি দেখেন। আবার মন্দিরে আসা ভক্তদের অনুরোধে তাঁর সঙ্গে সেলফি তুলতেও দেখা গেল নুসরতকে। কোনও দ্বিধা না করে এক মহিলার গালে গাল ঠেকিয়ে ছবিও তোলেন তিনি। মন্দিরে আসা এক শিশুকেও কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা যায় 'মা' নুসরতকে। শিশুটিকে কোলে নিয়ে বসেই বেশ কিছুক্ষণ কীর্তন শোনেন তিনি। এদিন, তারকা হিসাবে নয় সাধারণের মতোই সকলের সঙ্গে মিশে যেতে দেখা যায় সাংসদ, অভিনেত্রীকে।