বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: মাটি খোঁড়ার পর উদ্ধার রহস্যময়ী দেবী মূর্তি! বাঁকুড়ায় ফুলবাঁধ খনন ঘিরে চাঞ্চল্য, কৌতূহল
Updated: 15 Jun 2024, 08:16 PM IST
Sritama Mitra
ঘটনাস্থল বাঁকুড়ার জয়পুরের রাজশোল গ্রাম। সেখানে চলছিল ফুল বাঁধ খননের কাজ। দীর্ঘদিন ধরে এলাকার একটি বাঁধ মাটি পড়ে বুঝে নষ্ট হয়ে যায়। সেই বাঁধ ফের পুনর খনন শুরু হয় কয়েক মাস আগে। খননের পর মাটি ট্রাক্টর করে চলে যায় স্থানীয় এক ব্যক্তির খামারে। সেখান থেকেই উদ্ধার হয় এই মূর্তি। মূর্তির এমন রূপ ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে কৌতূহল। মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়। মূর্তি ঘিরে রয়ে যাচ্ছে বহু প্রশ্ন।