বাংলা নিউজ >
দেখতেই হবে >
Viral Video: 'আমি ওয়ার্ন করছি.. সিকিউরিটি ডাকুন', কেন বললেন SCর প্রধান বিচারপতি! কী ঘটেছে?
Updated: 23 Jul 2024, 10:58 PM IST
Sritama Mitra
সুপ্রিম কোর্টে চলছিল নিট ইউজি নিয়ে মামলা। তারই মাঝে আইনজীবী হুদা ও আইনজীবী নেদুমপারা অংশ নেন দুই পক্ষের তরফে সওয়াল জবাবে। একটা সময় আইনজীবী হুদা বলার সম, তাঁর কথার মাঝখানে কথা বলতে থাকেন আইনজীবী নেদুমপারা। তাতেই ক্ষুব্ধ হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, হুদা বলার পর যেন নেদুমপারা যেন বলেন। তখনই নেদুমপারা পাল্টা বলেন, তিনি সিনিয়র আইনজীবী...। শুরু হয় দুই পক্ষের বাকবিতণ্ডা। একটা সময় ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন,'সিকিউরিটিকে ডাকুন..'। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একটা সময় বলেন, 'আপনি যদি বেরিয়ে যেতে চান যেতে পারেন।' শেষে শোনা যায়, নেদুমপারা বলছেন 'আমি যাচ্ছি। '