বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: লোকসভা অধিবেশন শুরু দিনেই সংবিধানের কপি হাতে নিয়ে বিক্ষোভ ইন্ডি জোটের! কী ঘটেছে?
Updated: 24 Jun 2024, 09:33 PM IST
Sayani Rana
ভর্তৃহরিকে প্রোটেম স্পিকার করা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। সোমবার থেকে শুরু হল লোকসভা অধিবেশন। নতুন লোকসভার স্পিকার এখনও স্থির হয়নি। চলতি মাসের ২৬ তারিখ হবে স্পিকার নির্বাচন। তার আগে আপাতত সংসদ পরিচালনা করার জন্য বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাবকে প্রোটেম বা অস্থায়ী স্পিকার নির্বাচন করল। কিন্তু তাঁকে প্রোটেম স্পিকার করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, নিয়ম অনুযায়ী, সংসদের সবচেয়ে বর্ষীয়ান সাংসদকেই প্রোটেম স্পিকার করা হয়, এক্ষেত্রে কংগ্রেসের ৮ বারের সাংসদ তথা বর্ষীয়ান MP। সুরেশ কোদিকুন্নিলকে কেন পদ দেওয়া হল না? প্রশ্ন কংগ্রেসের। বিরোধীদের দাবি, প্রোটেম স্পিকার ঘিরে নিয়ম ভেঙেছে সরকারপক্ষ। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।