রানাঘাট: ওজন ১০২ কেজি, বন্দুক উঁচিয়ে ডাকাত-পাকড়াও! পুলিশকর্মী রতন রায় এখন বাস্তবের 'নায়ক'
Updated: 31 Aug 2023, 10:14 PM ISTনদিয়ার রানাঘাট ও পুরুলিয়ায় সেনকো গোল্ডের দোকানে সদ্য ডাকাতির ঘটনা ঘটে গিয়েছে। এদিকে, রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতির ঘটনার খবর শুনেই ছুটে আসে পুলিশ। ততক্ষণে ডাকাতরা পালাতে চেষ্টা করে যাচ্ছে। পুলিশ এসেই তাদের ধাওয়া করে। আলাদা করে নজর কেড়েছেন এই পুলিশকর্মী। ভারিক্কি চেহারের এই পুলিশকর্মী যেভাবে ছুটে গিয়ে ডাকাতদের ধাওয়া করলেন, তা মন ছুঁয়েছে ইন্টারনেটের। এএসআই রতন রায়ের সাহসকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই। জানা গিয়েছে, তাঁর ওজন ১০২ কেজি। তবে সেসবকে পরোয়া না করে ডাকাতদের দিকে বন্দুক উঁচিয়ে তেড়ে গিয়েছিলেন রতনবাবু। ধরা পড়ে ৪ ডাকাত।