Video: 'জি২০ পাকিস্তানেও হওয়া উচিত ছিল, বিশ্ব আমাদের সাইডলাইন করে দিয়েছে', আক্ষেপ পাক নাগরিকদের
Updated: 15 Sep 2023, 09:34 PM ISTসদ্য রাজকীয়ভাবে দিল্লিতে আয়োজিত হয়েছে জি২০ শীর্ষ সম্মেলন। বিশ্বের তাবড় দেশের রাষ্ট্রনেতাদের সমাহার সেখানে দেখা যায়। এদিকে, পাকিস্তানের আর্থিক অবস্থা নিয়ে বেশ উদ্বেগে সেদেশের নাগরিকরা। অনেকেই আক্ষেপ করছেন, 'জি২০ পাকিস্তানেও হওয়া উচিত ছিল' বলে। তাঁদের বক্তব্য,'বিশ্ব আমাদের সাইডলাইন করে দিয়েছে'। আরও এক পাক নাগরিক বলছেন, এই জি২০ এর লাভ ভারতের হবে। তাঁর মতে, ভারতে বহু দেশের নেতাদের সমাগমে ভারতের বাণিজ্য় বাড়বে।