বাংলা নিউজ > দেখতেই হবে > Video: 'আল্লাহ পাকিস্তান তৈরি করেছেন, রক্ষাও তিনিই করবেন', বক্তব্য পাক অর্থমন্ত্রীর, শুরু ট্রোল

Video: 'আল্লাহ পাকিস্তান তৈরি করেছেন, রক্ষাও তিনিই করবেন', বক্তব্য পাক অর্থমন্ত্রীর, শুরু ট্রোল

পাকিস্তানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই ধুঁকে পড়েছে। এরই মাঝে সেদেশের অর্থমন্ত্রী ইশক দারের মন্তব্যে বয়ে গেল ট্রোলের বন্যা। পাকিস্তানের এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। সেখানেই তিনি বলেন,'আল্লাহ যদি পাকিস্তান তৈরি করতে পারেন...' । 'তবে রক্ষাও তিনিই করবেন।'ইশক দার বলেন, 'পাকিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধির কৃতিত্ব আল্লাহর।' প্রসঙ্গত, করোনা অতিমারির সময় থেকেই পাকিস্তানে আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে। যদিও তার জন্য পূর্বতন ইমরান সরকারকে দায়ী করছে বর্তমান শাহবাজ সরকার। সদ্য পাক প্রধানমন্ত্রী সংকট কাটাতে আন্তর্জাতিক মহলের সাহায্য প্রার্থনা করেছেন। বন্যায় সেদেশে বিপুল ক্ষতিও এই অর্থ সংকটে আলাদা বিপর্যয় নিয়ে এসেছে। পাক অর্থমন্ত্রী বলছেন, 'গত ৫ বছরে কী হয়েছে তা দেখেছেন নাগরিকরা'। আর সেই অবস্থা থেকে পাকিস্তানকে টেনে তোলার উদ্যোগে ইসলামাবাদ। ইশক দারের বার্তা, এই সংকটের সময় 'আল্লাহ'ই ভরসা। তাঁর এই মন্তব্য ঘিরে ট্রোলের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।