Video: পাকিস্তানে আরও এক ভয়ঙ্কার কাণ্ড! দিনে দুপুরে কোর্টে বিশিষ্ট আইনজীবী লতিফ আফ্রিদিকে গুলি করে খুন
Updated: 16 Jan 2023, 10:58 PM ISTআরও এক রক্তাক্ত অধ্য়ায় পাকিস্তানে। সোমবার পেশাওয়ারের কোর্টরুমের মধ্যে আইনজীবী লতিফ আফ্রিদিকে গুলি করে হত্যা করা হয়। ৭৯ বছর বয়সী এই বিশিষ্ট আইনজীবী বার রুমে বসেছিলেন। তখনই তাঁকে খুন করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আঘাতের সঙ্গে লড়াই করতে গিয়ে হেরে যান এই আইনজীবী। জানা গিয়েছে, অভিযুক্তকে পেশাওয়ার পুলিশ মুহূর্তে গ্রেফতার করে ফেলেছে। চলছে তদন্ত। জানার চেষ্টা চলছে কেন তাঁকে হত্যা করা হয়েছে।