বাংলা নিউজ > দেখতেই হবে > Panchthupi Durga Puja: পাঁচথুপির এই বনেদি বাড়ির এই সংঘবদ্ধ পুজোর রীতি অনন্য! পুজোর বয়স পেরিয়েছে ৫০০

Panchthupi Durga Puja: পাঁচথুপির এই বনেদি বাড়ির এই সংঘবদ্ধ পুজোর রীতি অনন্য! পুজোর বয়স পেরিয়েছে ৫০০

ময়ূরাক্ষী নদীর তীরে কান্দি মহাকুমার বড়ঞা ব্লক। সেখানে পাঁচথুপি গ্রাম বহু ঐতিহাসিক কারণে বিখ্যাত। এই গ্ৰামে পাঁচটি বৌদ্ধ স্তূপ ছিল বলে জানা যায়। সেই থেকেই গ্রামের নাম পঞ্চস্তুপ থেকে পাঁচথুপি। এই গ্রাম রাঢ় বাংলার সংস্কৃতি ক্ষেত্রে একটি অবিস্মরণীয় নাম। এখানের পুজো অন্য চারপাঁচটা পুজোর থেকে একেবারে আলাদা। এখানে, তিন বনেদি পরিবার মিলে গ্রামের পুজো রীতি মেনে পালন করে। বিভিন্ন পরিবার একত্রিত হয়ে চলে ঘটস্নান থেকে দেবীর বিসর্জন। শেষে হয় গ্রামদেবীর পুজো। সবমিলিয়ে একাত্মতার আলাদা চিত্র তুলে ধরে মুর্শিদাবাদের পাঁচথুপির দুর্গাপুজো।