Updated: 07 Mar 2022, 10:55 PM IST
লেখক Sritama Mitra
দীর্ঘ টালবাহানার পর স্পেনে শুরু হতে চলেছে 'পাঠান' ... more
দীর্ঘ টালবাহানার পর স্পেনে শুরু হতে চলেছে 'পাঠান' ফিল্মের শ্যুটিং। সুপারস্টার শাহরুখ এই ছবির কেন্দ্রীয় চরিত্র। আর তাঁকেই সদ্য দেখা গেল স্পেনের উদ্দেশে রওনা হতে। শুধু শাহরুখই নন, বিমানবন্দরে ছিলেন জন আব্রাহামও। জনের সঙ্গে ছিলেন স্ত্রী প্রিয়া। উল্লেখ্য, এই ছবিতে খলনায়কের ভূমিকায় রয়েছেন জন আব্রাহাম। দুই তারকাই স্পেনে উড়ে যান 'পাঠান' এর শ্যুট-এর জন্য। স্পেনে হতে চলেছে ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুটিং।