২০১৩ সালে অর্জুন মুন্ডার সরকার ফেলে দেশের নবীনতম ম... more
২০১৩ সালে অর্জুন মুন্ডার সরকার ফেলে দেশের নবীনতম মুখ্যমন্ত্রী হয়েছিলেন হেমন্ত সোরেন। ২০১৪ সালে ১৯টি আসন পেলেও ক্ষমতায় ফেরা হয়নি। এবার তাই ঝুঁকি নেননি হেমন্ত। কংগ্রেস ও আরজেডির সঙ্গে জোট বেধে ক্ষমতায় এল জেএমএম। শুধু তাই নয় সর্ববৃহত্ দলও শিবু সোরেনের প্রতিষ্ঠিত দল। জয়ের পর পরিতৃপ্ত হেমন্ত কথা বললেন HT-র সঙ্গে। জানালেন যে বিজেপিকে ভয় পাচ্ছে মানুষ, তাই ক্রমশ জমি হারাচ্ছে গেরুয়া দল।