বাংলা নিউজ > দেখতেই হবে > Video: প্রবল বৃষ্টি-ঠাণ্ডা উপেক্ষা করে কেদারনাথে ভক্তের ঢল!

Video: প্রবল বৃষ্টি-ঠাণ্ডা উপেক্ষা করে কেদারনাথে ভক্তের ঢল!

প্রবল বৃষ্টি গোটা পার্বত্য উপত্যকা জুড়ে। উত্তরাখণ... more

প্রবল বৃষ্টি গোটা পার্বত্য উপত্যকা জুড়ে। উত্তরাখণ্ড ভিজেছে গত কয়েকদিনে। এদিকে তারই মাঝে চলছে চারধাম যাত্রা। ফলে উত্তরাখণ্ডে কেদারনাথে এখন প্রবল ভক্তের ভিড়। বহু মানুষ সেখানে ভিড় করে আসছেন। পার্বত্য উপত্যকায় বৃষ্টি উপেক্ষা করেও প্রবল ভক্তের ঢল দেখা গিয়েছে। কেদারনাথের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রির আশপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা এখন মাইনাস এক-এর আশপাশে ঘোরাফেরা করছে। তবে ঠাণ্ডা আর বৃষ্টি উপেক্ষা করেই সেখানে জমছে চোখে পড়ার মতো ভিড়।