বাংলা নিউজ > দেখতেই হবে > গোয়ালিয়ারের কাছে ভেঙে পড়ল যুদ্ধবিমান, মাঝ আকাশে কী ঘটেছে? তদন্তে বায়ুসেনা

গোয়ালিয়ারের কাছে ভেঙে পড়ল যুদ্ধবিমান, মাঝ আকাশে কী ঘটেছে? তদন্তে বায়ুসেনা

ভারতীয় বায়ুসেনার দুই যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যপ্রদেশের গোয়ালিয়ারের কাছে এই বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। বায়ুসেনার তরফে একথা জানানো হয়েছে। জানা গিয়েছে বিমান দুটি রুটিন প্রশিক্ষণ মিশনে ছিল। যে তিনজন পাইলট দুর্ঘটনার মুখে পড়েছেন, তাঁদের মধ্যে একজনের গুরুতর চোট লেগেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদসংস্থা ANI জানায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানের একটি ছিল সুখোই-৩০ ছিল, অপরটি ছিল মিরাজ ২০০০ যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় ২ জন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলে খবর। তবে অপর একজন পাইলটকে ঘিরে দুঃসংবাদ উঠে আসে। প্রসঙ্গত, মাঝ আকাশে এমন কোন ঘটনা ঘটেছে, যার জেরে এই দুর্ঘটনার খবর উঠে আসে? প্রশ্ন থেকে যাচ্ছে। কোর্ট অফ এনকোয়ারি-তে সেই উত্তর উঠে আসার অপেক্ষা রয়েছে।