বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: ল্যান্ডিংয়ের সময় ছিটকে গেল বিমান, ভয়াবহ দুর্ঘটনা!রানওয়ের হাড়হিম করা দৃশ্য CCTV বন্দি
Updated: 14 Sep 2023, 11:00 PM IST
Sritama Mitra
মুম্বই বিমানবন্দরে এক ভয়াবহ দুর্ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে। ভিএসআর ভেঞ্চার্স লিয়ারজেট ৪৫ এয়ারক্রাফ্ট ভিটি-ডিবিএল বিমানটি দুর্ঘটনায় পড়ে। রানওয়ের কাছে ল্যান্ডিং করতে এসে বিমান ছিটকে যায়। ততক্ষণে বিমানবন্দের প্রবল বৃষ্টি। আর সেই বৃষ্টির মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। ৮ সদস্যের সমেত ওই বিমানের সকলেই আহত। দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। জানা গিয়েছে, বিমানটি বিশাখাপত্তনম থেকে মুম্বইতে পৌঁছায়।