বাংলা নিউজ > দেখতেই হবে > Video: রাষ্ট্রপতির সঙ্গে তাঁর পৈতৃক গ্রামে প্রধানমন্ত্রী! ঘুরে দেখলেন কোন এলাকা?

Video: রাষ্ট্রপতির সঙ্গে তাঁর পৈতৃক গ্রামে প্রধানমন্ত্রী! ঘুরে দেখলেন কোন এলাকা?

শুক্রবার উত্তরপ্রদেশের কানপুর দেহাতের সফরে গিয়েছেন... more

শুক্রবার উত্তরপ্রদেশের কানপুর দেহাতের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পৈতৃক গ্রাম পরৌঁখ ডেরাপুরে গিয়েছিলেন মোদী। সঙ্গে ছিলেন সস্ত্রীক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গ্রামে পৌঁছেই মোদী যান পাথরি মাতার মন্দিরে। সেখানে পুজো দেন তিনি। সস্ত্রীক ফুল অর্পণ করেন রাষ্ট্রপতি কোবিন্দও। মোদীর সফর ঘিরে এলাকায় কড়া নিরাপত্তা ছিল। মন্দিরে শিশু ও মহিলাদের সঙ্গে আলাদা করে দেখা করেন মোদী।