PoK Video: পাক অধিকৃত কাশ্মীরে 'আজাদি'-র স্লোগান আরও জোরদার! কোন মিছিলের ছবি উঠে এল?
Updated: 07 Sep 2022, 09:44 PM ISTপাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাস্তায় নামেন একদল মানুষ। রাস্তায় জমায়েত করে তাঁরা প্রতিবাদ জানান পাকিস্তানের বিরুদ্ধে। তাঁদের দাবি, ইসলামাবাদ তাঁদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসাবে দেখে। ফলে তাঁরা পাকিস্তানের থাবা থেকে মুক্তি চান। তাঁদের সোচ্চার কণ্ঠ গর্জে উঠেছে সেদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে। এলাকায় মিডিয়ার মুখ বন্ধ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বাস্তবের মাটিতে কী ঘটছে তা কেউ জানে না, বলে ক্ষোভ এলাকার বাসিন্দাদের।