Updated: 16 Jan 2025, 10:44 PM IST
Laxmishree Banerjee
বাংলাদেশিদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে হাত ছিল দক্ষিণ দিনাজপুরের হিলির ডুমরন এলাকার এক বাসিন্দার। তার সঙ্গে কাজ করত আরও কয়েকজন। অবশেষে তদন্ত-অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। ধৃত মোট ৪।পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় এক দালালের মাধ্যমে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানো হতো। এরপর জাল নথিপত্র তৈরি করে ভারতের বিভিন্ন এলাকায় পাঠানো হতো। এদিকে, জাল পরিচয় পত্র নিয়ে হিলি থেকে অন্যত্র যাওয়ার পথে পুলিশ ধরপাকড় শুরু করে। গ্রেফতার করা হয় গৌতম মন্ডল নামে এক টোটো চালককে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে, গতকাল রাতে অভিযান চালিয়ে জাল নথি তৈরিতে অভিযুক্তকে ও ওই দালালকে গ্রেফতার করে।