বাংলা নিউজ >
দেখতেই হবে > Police Slapped TMC leader Video: তৃণমূলের জেলা যুব সভাপতিকে থাপ্পড় পুলিশের! বহরমপুরে প্রকাশ্য রাস্তায় কী ঘটল?
Police Slapped TMC leader Video: তৃণমূলের জেলা যুব সভাপতিকে থাপ্পড় পুলিশের! বহরমপুরে প্রকাশ্য রাস্তায় কী ঘটল?
Updated: 10 Aug 2024, 11:31 PM IST Sritama Mitra ঘটনা শুক্রবার রাতের। বহরমপুরে তৃণমূলের জেলা যুব সভাপতিকে জনসমক্ষে থাপ্পড় মারার অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। ইসলামপুর বাস স্ট্যান্ডে তৃণমূল নেতার গাড়ি পার্ক করা ঘিরে গোটা ঘটনার সূত্রপাত। দোকানের সামনে কেন গাড়ি পার্ক করা হয়েছে, তা নিয়ে পুলিশ প্রশ্ন করে বলে খবর। সেই থেকেই গোটা ঘটনার সূত্রপাত। এরপর এক পুলিশ কর্মী ওই তৃণমূল নেতা আসিফ আহমেদকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। গোটা ঘটনা ক্যামেরা বন্দি হয়। কী বললেন আসিফ?