বাংলা নিউজ >
দেখতেই হবে >
Viral Video: কেউ বললেন 'পেটের দায়ে...',পুলিশ বলছে ' আমরা আপনাদের ভালো চাই', বুধেও চলল ফুটপাত দখল ঘিরে অভিযান
Updated: 27 Jun 2024, 12:23 AM IST
Sritama Mitra
ধমকের সুর কড়া করে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি ফুটপাত দখল ঘিরে তাঁর নিজের প্রশাসনের কর্তা থেকে নেতা, ধমক থেকে তিনি বাদ রাখেননি অনেককেই। এরপর আজ বুধবারও কলকাতার বিভিন্ন জায়গায় বেআইনি ফুটপাত দখল ঘিরে দেখা গেল নানান দৃশ্য। এই দৃশ্য নিউটাইনের। সেখানে প্রশাসন মাইকিং করতে থাকে। কী বলছে প্রশাসন? ভাঙা হয় দোকান। কী বলছেন দোকানের সঙ্গে জড়িতরা? বেহালা ১৭৭ নম্বর জাতীয় সড়ক ও ডায়মন্ড হারবার রোডের উপরও একই দৃশ্য দেখা যায়। গড়িয়াহাটেও অভিযানে নামে পুলিশ। সেখানে উঠে আসে এই ছবি।