দিল্লির গার্গী কলেজে বহিরাগতরা ঢুকে ছাত্রীদের যৌন ... more
দিল্লির গার্গী কলেজে বহিরাগতরা ঢুকে ছাত্রীদের যৌন হেনস্থা করল। এই ঘটনায় উত্তাল রাজধানী। কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় এই নিন্দনীয় ঘটনা হয় বলে অভিযোগ।এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে হৌজ খাস পুলিশ স্টেশনে। এই ঘটনার তদন্ত ডিসিপি সাউথ (অতিরিক্ত) করবেন বলে জানা গিয়েছে। কলেজের তরফ থেকেও ঘটনার বিষয় বিষদে জানার জন্য কমিটি গঠিত হয়েছে। জানা গিয়েছে প্রায় একশোজন বহিরাগত কলেজে ঢুকে মহিলাদের সঙ্গে অভদ্র আচরণ করে। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে কড়া ব্যবস্থার দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন সংসদেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। মানবসম্পদ বিকাশ মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন যে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। অন্যদিকে, জানা গিয়েছে গতবারের ফেস্টেও ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেছিল কিছু যুবক।