বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: মহুয়া লোকসভা থেকে বহিষ্কৃত হতেই ক্ষোভ উগরে দিলেন মমতা, অধীর-শুভেন্দুরা কী বললেন?
Updated: 08 Dec 2023, 11:36 PM IST
Sritama Mitra
সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হল লোকসভায়। এরপর সংসদ থেকে বহিষ্কার করা হয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা সাফ বার্তায় দাবি করেছেন, এই সিদ্ধান্ত একেবারেই গণতন্ত্রকে হত্যার শামিল। মমতার দাবি, মহুয়াকে আত্মপক্ষ সমর্থন পর্যন্ত করতে দেওয়া হয়নি। এদিকে, মহুয়া ইস্যুতে কংগ্রেসের অধীর চৌধুরী পাশে দাঁড়িয়েছেন কৃষ্ণনগরের সাংসদের। অন্যদিকে, বিজেপির তরফে শুভেন্দু অধিকারী সোশ্য়াল মিডিয়া পোস্টে মহুয়ার পুরনো এক বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বক্তব্য তুলে ধরে পাল্টা কটাক্ষ করেন। সুকান্ত মজুমদারও মহুয়াকেই নিশানা করেছেন। দেখে নেওয়া যাক, এই ইস্যুতে কে কী বললেন।