Updated: 01 Dec 2019, 06:20 PM IST
HT Bangla Correspondent
নম্বরপ্লেট এবং বৈধ নথিপত্র ছাড়া গাড়ি চালানোর জন্... more
নম্বরপ্লেট এবং বৈধ নথিপত্র ছাড়া গাড়ি চালানোর জন্য পোর্শে ৯১১ স্পোর্টসকার মালিককে ৯.৮ লাখ টাকা জরিমানা করল আহমেদাবাদের আঞ্চলিক পরিবহণ মন্ত্রক (আরটিও)। গত ২৭ নভেম্বরের ঘটনায় আহমেদাবাদ ট্র্যাফিক ডিসিপি অজিত রঞ্জন জানিয়েছেন, ‘ট্র্যাফিক তল্লাশি অভিযান চলার সময় একটি পোর্শে গাড়িকে আমরা দাঁড় করাই। দেখা যায়, গাড়ির মালিকের কাছে বৈধ নথিপত্র নেই। এই কারণে আমরা গাড়িটি আরটিও-তে পাঠাই, যেখানে জানা যায় যে গাড়িটির বিমাকরণ হয়নি এবং সড়ক কর ও আগে জমে থাকা জরিমানা দেওয়া হয়নি। গাড়ির মালিক সমস্ত পাওনা মিটিয়ে দিলে গাড়িটি ছাড়া হবে।’ উল্লেখ্য, গুজরাতে ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির জন্য ৬% হারে সড়ক কর ধার্য করা হয়। নতুন পোর্শে ৯১১ স্পোর্টসকারের বাজারমূল্য বর্তমানে ২.১ কোটি টাকা।