Updated: 03 Dec 2024, 07:30 PM IST
লেখক Tulika Samadder
মিত্তির বাড়ির শ্যুটিং নিয়ে ব্যস্ত পৌলমী দাস। তবে এরই মাঝে চলছে বিয়ের প্রস্তুতি। পাত্রের নাম ঋদ্ধিমান মজুমদার। প্রেম নয়, রীতিমতো সম্বন্ধ দেখেই বিয়েটা হচ্ছে। তাঁর পাত্রও ইন্ডাস্ট্রির মানুষ নন। ৬ ডিসেম্বর যাবেন ছাদনাতলায়। তার আগে মিত্তির বাড়ির সেটে আইবুড়ো ভাত খেলেন তিনি।