বাংলা নিউজ >
দেখতেই হবে >
প্রদীপ সরকারের জীবনাবসান, রানি, দীপিকা- আদরের 'দাদা'র শেষকৃত্যে হাজির বলিউড
Updated: 25 Mar 2023, 12:26 AM IST
লেখক Subhasmita Kanji
২৪ মার্চ ভোররাতে না ফেরার দেশে চলে যান প্রদীপ সরকার। রেখে যান তাঁর অগণিত ভক্ত, গুণমুগ্ধ এবং কাজকে। মর্দানি, পরিণীতার মতো একাধিক ছবি তিনি উপহার দিয়েছেন। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। এদিন তাঁর শেষকৃত্যে বলিউডের অনেকেই উপস্থিত ছিলেন।