Updated: 13 Dec 2024, 06:53 PM IST
লেখক Tulika Samadder
ইউএস ট্যুরের একটা সুন্দর মুহূর্ত ভাগ করে নিলেন গায়িকা প্রশ্মিতা পাল সোশ্যাল মিডিয়াতে। তাঁর আরেকটি পরিচয় হল তিনি অনুপম রায়ের স্ত্রী। বছরের শুরুতেই বিয়েটা করেন দুজনে। প্রশ্মিতার শেয়ার করা ভিডিয়োতে তাঁর সঙ্গে দেখা গেল সরেগামাপা-খ্যাত দীপায়ন বন্দ্যোপাধ্যায়কে।