Updated: 14 Dec 2024, 10:27 PM IST
Sritama Mitra
আরজি কর কাণ্ডে ৯০ দিনেও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। এদিকে, গতকালই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের খবর আসে। তখনই হতাশা প্রকাশ করেছিলেন জুনিয়র ডাক্তাররা। এরপর এদিন, জুনিয়র চিকিৎসক ও নার্সরা মিছিল করছেন করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যান। ফের স্লোগান ওঠে 'বিচার চাই তিলোত্তমা', আর 'উই ডিমান্ড জাস্টিস'। প্রতিবাদে নামে অভয়া মঞ্চও। এছাড়াও এদিন আরজি কর ইস্যুতে রাজপথে নামে কংগ্রেস। একই ইস্যুতে সিজিও কমপ্লেক্স অভিযান হয় এসইউসিআইয়ের পক্ষ থেকে। এই ইস্যুতে কলেজ স্কোয়ারে বিক্ষোভ দেখায় এসএফআই।