Updated: 16 Dec 2024, 09:45 PM IST
Laxmishree Banerjee
আরজি করে জুনিয়র ডাক্তার খুন এবং ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল জামিন পেয়েছেন। সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি। এটাই মানতে নারাজ স্টুডেন্ট ফ্রন্ট। ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমায়েত করে সিজিওয়ের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। সিজিও কমপ্লেক্সের মেইন গেটের সামনে ছিল পুলিশের ব্যারিকেড। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সিজিও কমপ্লেক্সের ভেতরে ঢুকতে গেলেইজ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের রীতিমত জোরপূর্বক সরিয়ে নিয়ে যায় বলে খবর।