বাংলা নিউজ >
দেখতেই হবে >
Puja Banerjee: স্বামী কুণালের সঙ্গে ক্রুজ পার্টিতে মজে, একান্তে নাচ পূজার খুদে ছেলের...
Updated: 09 Jul 2024, 04:09 PM IST
লেখক Ranita Goswami
#pujabanerjee #goa #reel #partymood
২০২২ সালে গোয়াতে ধুমধাম করে তাঁদের সামাজিক বিয়ে সেরেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল বর্মা। আর এবার আরও একবার সেই গোয়াতেই বেড়াতে গিয়েছেন পূজা ও কুণাল। এবার তাঁদের সঙ্গী তাঁদের সাড়ে ৩ বছরের ছেলে। শুধুই কী বেড়াতে যাওয়া! সূর্যাস্তের সময় ক্রুজ পার্টি করতেও দেখা গেল পূজা ও কুণালকে। সেই পার্টিতে অফ-শোল্ডার সাদা ড্রেসে দেখা গেল পূজাকে। ক্রুজের গায়ে হেলান দিয়ে একসঙ্গে সূর্যাস্ত দেখতেও দেখা গেল পূজা ও কুণালকে। আবার কখনও সুন্দরীদের সঙ্গে জমিয়ে নাচলেন কুণল, উঠল ওয়াইনর ফোয়ারা। ঠিক তখন, কী করছিল তাঁদের সাড়ে তিন বছরের ছেলে কৃশব? __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en