বাংলা নিউজ >
দেখতেই হবে >
Pujo carnival 2024:পুজো কার্নিভালে ডান্ডিয়া নাচে মেতে উঠলেন মমতা! পরিবেশিত হল দিদির লেখা ও সুরের গান, ঝলক একনজরে
Updated: 16 Oct 2024, 11:05 AM IST
Sritama Mitra
২০২৪ পুজো কার্নিভাল ঘিরে রেড রোডের বর্ণাঢ্য আসর এদিন কেড়েছে নজর। শহরে এক প্রান্তে এদিন ছিল দ্রোহের কার্নিভাল। অন্য প্রান্তে পুজো কার্নিভাল। রেড রোডে পুজো কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা ও সুর দেওয়া গান এদিন পরিবেশিত হয়। ডান্ডিয়া নাচের তালেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিবেশন করেন সায়ন্তিকা থেকে ঋতুপর্ণারা। ততক্ষণে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রচনা, সোহম, সায়নীরা।