বাংলা নিউজ >
দেখতেই হবে >
Bandna Parav Video: নতুন ফসল ঘরে তোলার আগে আনন্দ...বাঁদনা পরবে মেতে উঠল পুরুলিয়া
Updated: 04 Nov 2024, 04:14 PM IST
Laxmishree Banerjee
বাঁদনা পরবে কাড়া খুঁটা। জঙ্গলমহল পুরুলিয়ার অন্যতম উৎসব বাঁদনা, নতুন ফসল ঘরে তোলার আগে এই আনন্দ উৎসবে মেতে ওঠেন মানুষ। পাঁচদিন ধরে চলে উৎসব।গবাদি পশুদের সেবা করা হয়। পালিত হয় নানান আচার। চতুর্থ দিন বুড়ি বাঁদনার বিকেলে এই কাড়া খুঁটা পালিত হয়। সবচেয়ে বলবান মহিষকে মোটা খুঁটিতে বেঁধে, মরা পশুর শক্ত চামড়া দিয়ে তাকে উত্তেজিত করা হয়। বাজানো হয় অহীরা গীতের সঙ্গে ঢোল ধামসা মাদলের মতো বাদ্যযন্ত্র। বলা যায়, জঙ্গলে বুনো পশুর হাত থেকে গবাদি পশুর আত্মরক্ষার জন্য এই ট্রেনিং দেওয়া হয় কাড়া খুঁটার মাধ্যমে।