বাংলা নিউজ >
দেখতেই হবে >
R G Kar Case: 'ওঁর চিন্তাধারাকে সম্মান জানাই, উনি মেয়েদের পাশে আছেন.. থাকবেন..' মমতা প্রসঙ্গে রচনা
Updated: 23 Aug 2024, 07:00 PM IST
Laxmishree Banerjee
এদিন হুগলি জেলাশাসক কার্যালয়ে এসেছিলেন হুগলির টিএমসি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এলাকার উন্নয়ন নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক শেষে আর জি কর কাণ্ড নিয়ে আবার মুখ খুলেছেন। দোষীর ফাঁসির দাবি তুলে সাধারণ মানুষের প্রতিবাদের মাঝে ঢোকায় রাম বামকে কড়া শব্দে আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা উঠতেই বন্দ্যোপাধ্যায়ের সাফ জবাব, বাংলার জন্য যে মহিলা মুখ্যমন্ত্রী এত কাজ করেছে তাকে নিয়েও কুরুচিকর মন্তব্য করছে এই রাম আর বাম। প্রতিবাদের আসল দাবি থেকে সরে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে নোংরা রাজনীতি শুরু করা হয়েছে।