Updated: 09 May 2022, 10:44 PM IST
লেখক Sritama Mitra
রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এদিন সকাল থেকেই... more
রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এদিন সকাল থেকেই ভিড় ছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। চিরাচরিত প্রথা মেনে এদিন রবীন্দ্রজয়ন্তী পালনের ছবি জোড়াসাঁকো চত্বর জুড়ে উঠে আসে। এদিকে সকাল থেকেই আকাশের মুখ ভার। দাপিয়েছে বৃষ্টির ঘনঘটা। এই পরিস্থিতিতে বৃষ্টি উপেক্ষা করে চলেছে উৎসবের পালা। এমন অবস্থায় জোড়াসাঁকোর রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে দেখা যায় শাসক ও বিরোধী নেতাদের। সকালেই সেখানে উপস্থিত হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কবিগুরুকে শ্রদ্ধা জানাতে দেখা যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত থাকেন রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উৎসবে, জ্ঞাপন করে শ্রদ্ধা।