বাংলা নিউজ >
দেখতেই হবে >
Anant-Radhika: জামনগর অনন্ত-রাধিকা ঢুকতেই পুষ্প বৃষ্টি, বরকে কেন কনুই দিয়ে ধাক্কা দিলেন নতুন বউ!
Updated: 17 Jul 2024, 03:23 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
গাঁটছড়া বাঁধার পর এই প্রথমবারের মতো গুজরাটের জামনগরে পা রাখলেন রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানি। দম্পতি আসার সঙ্গে সঙ্গে তাঁদের জানানো হয় উষ্ণ অভ্যর্থনা, তাঁদের দেখার জন্য জমেছিল ভিড়ও। নব-দম্পতির জন্য তৈরি করা হয়েছিল গোলাপের কার্পেট। মঙ্গল আরতি করে, ফুলের পাপড়ি ছড়িয়ে তাঁদের স্বাগত জানানো হয়। বিয়ে উপলক্ষে নানা জমকালো পোশাক পরার পর, রাধিকা এই অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন একটি সাধারণ গোলাপি স্যুট সেট। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #ambaniwedding #anantambani